কোর্স ফি রিফান্ড পলিসি
আমাদের স্বচ্ছ ও ব্যবহারকারীবান্ধব রিফান্ড নীতিমালা
⏱️ সময়সীমা
কোর্স ক্রয়ের পর ৪৮ ঘন্টার মধ্যে রিফান্ড রিকোয়েস্ট করতে হবে। এই সময়ের পরে কোনো রিফান্ড প্রদান করা হবে না।
✉️ রিকোয়েস্ট পদ্ধতি
ইমেইল পাঠান skillorait@gmail.com এ ঠিকানায় নিচের তথ্যগুলো সহ:
- • আপনার সম্পূর্ণ নাম
- • অর্ডার/ট্রানজেকশন নম্বর
- • কোর্সের নাম
- • রিফান্ডের কারণ
⏳ প্রসেসিং সময়
রিকোয়েস্ট পাবার ৩-৭ কর্মদিবসের মধ্যে আমরা প্রতিক্রিয়া জানাবো।
অনুমোদিত হলে টাকা ফেরত পেতে ৭-১৫ কর্মদিবস সময় লাগতে পারে।
🚫 ব্যতিক্রম নীতি
কোর্সের ওরিয়েন্টেশন শুরু হয়ে গেলে কোনো রিফান্ড দেওয়া হবে না।
কোর্সের ১০% এর বেশি সম্পন্ন করলে রিফান্ডের জন্য অযোগ্য বলে গণ্য হবে।
ℹ️ গুরুত্বপূর্ণ নোট
- • রিফান্ড শুধুমাত্র ডিজিটাল পণ্যের জন্য প্রযোজ্য
- • কারিগরি সমস্যা দেখা দিলে সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন
- • এই নীতিমালা যেকোনো সময় পরিবর্তন হতে পারে
আমাদের লক্ষ্য হলো আপনার সন্তুষ্টি নিশ্চিত করা।
কোনো প্রশ্ন বা সমস্যা থাকলে নির্দ্বিধায় skillorait@gmail.com-এ যোগাযোগ করুন।
Office Address
Cuet, Pahartali, Roazan, Chattagram.
+88 01312363745
skillorait@gmail.com
© 2025 Skillora iT. All rights reserved.